ফেলে দেওয়া সামগ্ৰী নিয়েই রকমারী রাখী : বন্ধনে আবদ্ধ করতে তুমুল ব‍্যস্ততা পোদ্দার বাড়িতে

21st August 2021 4:04 pm বাঁকুড়া
ফেলে দেওয়া সামগ্ৰী নিয়েই রকমারী রাখী : বন্ধনে আবদ্ধ করতে তুমুল ব‍্যস্ততা পোদ্দার বাড়িতে


তৌসিফ আহমেদ ( ইন্দাস ) :  পথচলতি মানুষের হাতে রাখি পরিয়ে আনন্দ। বছরভর সংগ্রহ করা, ফেলে দেওয়া অপ্রয়োজনীয় জিনিস। আর তা দিয়েই রাখি তৈরি করে অজানা-অচেনা মানুষকে মুহূর্তে আপন করে নেওয়া। উৎসবের আগের দিন তাই চূড়ান্ত ব্যস্ততা বাঁকুড়ার কুচকুচিয়া এলাকার পোদ্দার পরিবারে।
শুরুটা হয়েছিল আজ থেকে ১৫ বছর আগে। ফেলে দেওয়া, অপ্রয়োজনীয় জিনিস দিয়ে রাখি তৈরির নেশা। পরিবারের তিন প্রজন্ম ধরেই চলছে এই ট্র্যাডিশন। অজানা-অচেনা মানুষকে সেই রাখি পরিয়েই তৃপ্ত বাঁকুড়ার কুচকুচিয়ার পোদ্দার পরিবার। এক অনাবিল আনন্দ। সারা বছর ধরেই পরিবারের সদস্যরা সংগ্রহ করেন কাচের ভাঙা চুরি, নারকেলের ছোবড়া, স্ট্র, পেনের রিফিলের মতো নানা সামগ্রী। রাখি পূর্ণিমার দু’তিন মাস আগে থেকেই শুরু হয় রাখি তৈরির কাজ।
এবারের রাখিতে উঠে এসেছে করণাবিধীর বিভিন্ন সচেতনামূলক বাত্রা প্রচার  । ভাতৃত্বের বন্ধনে ভিন্নমাত্রা যোগ করেছে পোদ্দার পরিবারের এই উদ্যোগ





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।